টেস্ট ক্রিকেটে উন্নতির স্বীকৃতি পেল বাংলাদেশ। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থানে থেকে শেষ করেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা। বৃহস্পতিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে।
অন্যবারের তুলনায় এবার পুরস্কার অর্থ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আইসিসি জানিয়েছে, টেস্ট ক্রিকেটকে আরও উৎসাহিত করতেই এই আর্থিক প্রণোদনা।
এই চক্রে বাংলাদেশ খেলেছে ১২টি টেস্ট ম্যাচ, যার মধ্যে জয় এসেছে ৪টিতে-যার তিনটি বিদেশের মাটিতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এবং ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। আগের দুটি চক্রে যেখানে একটি জয় নিয়েও সন্তুষ্ট থাকতে হয়েছিল।
এবার চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, আর রানারআপ দল পাবে ২.১ মিলিয়ন। যা আগের চক্রগুলোর চেয়ে দ্বিগুণের বেশি। এমনকি ফাইনালে হারলেও ২.১ মিলিয়ন ডলার দেওয়া হবে। আগেরবার রানার্সআপ দল পেয়েছিল মাত্র ৮ লাখ ডলার।
Discussion about this post