করোনার বিরতি কাটিয়ে মাঠে ফিরেই নিজেকে মেলে ধরলেন নাহিদা আক্তার। তার পুরস্কারটাও পেলেন বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর বিশ্বকাপ বাছাইয়েও বল হাতে থাকল চমক। তার পথ ধরে স্বীকৃতি হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর নভেম্বর মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হলো এই বাঁহাতি স্পিনারের নাম।
তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাহিদা ছাড়াও আছেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করল আইসিসি।
একইসঙ্গে পুরুষ ক্রিকেটারদের নভেম্বর মাসের সেরার তালিকাও প্রকাশ হয়েছে। যেখানে লড়াইয়ে আছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি, নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ও অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
নারী ক্রিকেটার নাহিদা গত নভেম্বরে চার ওয়ানডে খেলে নিয়েছেন ১৩ উইকেট। তারমধ্যে ১১ উইকেট জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। বুলাওয়েতে তৃতীয় ম্যাচে ২১ রান নিয়ে নেন ৫ উইকেট। এরপর হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে জয়ের সেই ম্যাচে নেন দুটি উইকেট।
পাকিস্তানের আনাম নভেম্বরে নিয়েছেন ১৩ উইকেট। উইন্ডিজের অলরাউন্ডার হেইলে ম্যাথিউস উইকেট নিয়েছেন ৯টি। সঙ্গে আছে ৭ উইকেট।
পুরুষ ক্যাটাগরিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় ওয়ার্নার সেরার দৌড়ে এগিয়ে। বিশ্বকাপে ৬৯.৬৬ গড় ও ১৫১.৪৪ স্ট্রাইক রেটে ২০৯ রান করেন তিনি। আবিদ বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজের প্রথম ম্যাচে ১৩৩ ও ৯১ রান করেন।
কানপুরে ভারতের বিপক্ষে ড্র হওয়া টেস্টে ৮ উইকেট তুলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার সাউদি। টি-টুয়েন্টি বিশ্বকাপে গত নভেম্বরে শিকার করেন ৭ উইকেট।
আইসিসি ভোটিং একাডেমির ৯০ শতাংশ ও ভক্তদের ১০ শতাংশ ভোটের সমন্বয়ে প্রতি মাসের দ্বিতীয় সোমবার জয়ী ঘোষণা করা হয়। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
Discussion about this post