পুরুষ ক্রিকেটে প্রায়ই বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় উঠে আসে বাংলাদেশের ক্রিকেটারদের নাম। তবে নারী ক্রিকেটে এমন দৃশ্য বিরলই। এর আগে একবার সেরার তালিকায় ছিলেন নাহিদা আক্তার। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। সেপ্টেম্বর মাসের জন্য ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ব্যাটার স্মৃতি মান্ধানার সঙ্গে এ মনোনয়ন পেলেন নিগার।
২০২১ সালের নভেম্বরে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার।
এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিগার ৫ ম্যাচে ৪৫ গড়ে করেন ১৮০ রান। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ৬৭, যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ৫৬ রান। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
ভারত অধিনায়ক হারমানপ্রীত মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঝড় তুলে। ৩ ওয়ানডেতে তিনি করেন ২২১ রান। প্রথম ম্যাচে অপরাজিত ৭৪। দ্বিতীয় ম্যাচে ১৪৩ অপরাজিত। তার পথ ধরে ২৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের। স্মৃতি প্রথম টি-টুয়েন্টিতে ৭৯। এরপর প্রথম ওয়ানডেতে ৮১ রান।
সেপ্টেম্বরে পুরুষদের মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
Discussion about this post