ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিনের ব্যবধানে দশকের সেরা টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আইসিসি। কিন্তু সে দলে নেই কোন পাকিস্তানি কিকেটোর। যে কারণে চটে লাল পাকিস্তানের সাবেক তারকারা। বিশেষ করে টি-টোয়েন্টি দলে বাবর আজমের নাম না থাকায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রতি ক্ষোভ উগরে দেন শোয়েব আখতার, রশিদ লতিফের মতো তারকারা। তাদের দাবি, আইসিসি বিশ্ব একাদশ নয়, দশকের সেরা আইপিএল দল বেছে নিয়েছে।
টুইটারে আইসিসিকে কটাক্ষ করেন লতিফ বলেছেন, আইসিসি টাইপ করার সময় একটু ভুল করে ফেলেছে। দশকের সেরা আইপিএল দল লিখতে ভুলে গিয়েছে তারা। লতিফের এই দাবিকে সমর্থন জানান শোয়েব আখতার।
পরে শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে বলেন, আইসিসি পাকিস্তানের একজন ক্রিকেটারকেও দলে রাখেনি। যদিও তোমাদের (আইসিসির) টি-টোয়েন্টি দলে থাকার প্রয়োজন নেই আমাদের। তোমরা আইপিএলের দল ঘোষণা করেছো, বিশ্ব একাদশ নয়।
শোয়েব আরও বলেন, আইসিসি হয়তো ভুলে গিয়েছে যে পাকিস্তানও তাদের সদস্য এবং তারাও টি-টোয়েন্টি খেলে। ওরা বাবর আজমকে দলে রাখেনি, যে কিনা টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান। বাবর টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়। কোহলির সঙ্গে তুলনা করলেও দেখা যাবে বাবর দেশের জন্য অনেক কিছু করেছে। আমি নিশ্চিত এই ভিডিও দেখার পর আইসিসি বুঝতে পারবে যে, তাদের বিশ্ব একাদশ ঘোষণা করা উচিত ছিলো, আইপিএল একাদশ নয়।
আইসিরি দশকসেরা ওয়ানডে দলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।
Discussion about this post