ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেট খেলাটাকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার অংশ হিসেবেই মাসের সেরা ক্রিকেটার বেছে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তার পথ ধরেই ফেব্রুয়ারি মাসের সেরা রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট আর ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মেয়ার্সকে পেছনে ফেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার অশ্বিন। ভারতের এই অলরাউন্ডার ব্যাট-বলে দাপট দেখিয়েই সেরা। নারী ক্রিকেটে একই মাসের সেরা নির্বাচিত হলেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট।
মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বছরের শুরু থেকেই ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার দেওয়া শুরু করেছে আইসিসি। জানুয়ারির সেরা হন ভারতের কিপার-ব্যাটসম্যান রিশাব পান্ত। মেয়েদের সেরা দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল।
ফেব্রুয়ারি মাসে চমক দেখান অশ্বিন। প্রথম টেস্টে চেন্নাইয়ে ৯ উইকেট, ৪০ রান করেন। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে নেন ৮ উইকেট।দ্বিতীয় ইনিংসে করেন ১০৬ রান। তৃতীয় টেস্টে আহমেদাবাদে ৭ উইকেট। এই টেস্টেই ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। সব মিলিয়ে তিন টেস্টে ২৪ উইকেটের সঙ্গে করেন ১৭৬ রান।
আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে দুই বিভাগ থেকে নির্বাচন করা হয় ফেব্রুয়ারি মাসের সেরা দুই ক্রিকেটার। আইসিসি ভোটিং একাডেমিতে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।
Discussion about this post