ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় গত এক বছর খেলার বাইরে ছিলেন সাকিব। তবে খুব একটা ক্ষতি হযনি তার। কেননা ঐ সময়ে করোনার কারণে ব্যাট-বলের লড়াই তেমন হয়নি। তাই আইসিসির দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব। রোববার সংস্থাটি ওয়েবসাইটে প্রকাশ হয়েছে দশক সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশ।
আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয় এই দল। ১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল গঠন করা হয়েছে।
এই সময়টাতে ১০৪ ওয়ানডে খেলেছেন সাকিব। তিনি ৪০.৫৬ গড়ে ৪ সেঞ্চুরিতে ৩৪৮৯ রান তুলেছেন। বাঁহাতি স্পিনে ৩১.৬১ গড়ে নেন ১৩১ উইকেট।
ইংল্যান্ডে হওয়া সবশেষ বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেন সাকিব। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব ঠাঁই পেলেও টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশের কেউ নেই। এদিকে এশিয়া থেকে ওয়ানডে একাদশে আছেন আরও ৪ জন ক্রিকেটার। তারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও লাসিথ মালিঙ্গা।
গত এক দশক (২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত) ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে আইসিসি সাজিয়েছে দশকের সেরা ওয়ানডে একাদশ। দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এদিকে এ দলে রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার। সাকিবের অবস্থান পঞ্চম, তার আগে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ধোনি আছেন ছয় নম্বরে। বেন স্টোকস ব্যাটিং অর্ডারের সপ্তম স্থানে আছেন। দলটির পেস আক্রমণ সামলাবেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আর স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ইমরান তাহির।
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।
আইসিসির দশক সেরা টি-টুয়েন্টি একাদশ
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), রোহিত শর্মা (ভারত), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবিডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি (ভারত), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
Discussion about this post