ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন তিনি। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ছিলেন মুশফিকুর রহীম। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত খেলা এই উইকেটকিপার-ব্যাটসম্যান দল পাননি। বাংলাদেশের এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
জয়পুরে ২০১৯ আইপিএলের নিলামে অবশ্য দল পাননি ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। বাংলাদেশ থেকে এবার আইপিএলের নিলামে দুজন খেলোয়াড়-মুশফিক ও মাহমুদউল্লাহ। মুশফিকের নাম ঘোষণার পর আটটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিদের ওপর ধরা ছিল। মুশফিককে কিনতে কারও আগ্রহ ছিল না।
আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানকে এবার আগেই রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ কারণে নিলামে উঠেনি বিশ্বসেরা অলরাউন্ডারের নাম।
আইপিএল নিলামে মঙ্গলবার দল পাননি মনোজ তিওয়ারি, চেতেশ্বর পূজারা, অ্যালেক্স হেলস, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, ক্রিস ওকস ও ক্রিস জর্ডানের মতো তারকা ক্রিকেটাররা। তবে চমক হিসেবে ছিলেন বরুন চক্রবর্তী। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ রুপি। বিক্রি হয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপিতে।
Discussion about this post