ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনে ব্যস্ত ক্রিকেট সূচি। সেপ্টেম্বরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাবেন মুস্তাফিজুর রহমান। তারপর শুরু হয়ে যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ অক্টোবর শুরু হবে টাইগারদের মিশন।
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার বাড়তি সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ ও সাকিব। দ্য ফিজ জানাচ্ছিলেন, বাকি আইপিএলে ভালো পারফরম্যান্স করলে আত্মবিশ্বাস আরো বাড়বে।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে খেলতে যাবেন সাকিব-মুস্তাফিজ। সাকিব কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজ রাজস্থান রয়্যালসে।
মুস্তাফিজ আইপিএল প্রসঙ্গে বলছিলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ, আইপিএল ও টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে। আমি দারুণ ছন্দে আছি এবং এটা ধরে রাখতে আশাবাদী। আমি যেটা মনে করি, আইপিএলে খেলা আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করতে সহায়তা করে কারণ সেখানে সেরাদের বিপক্ষে খেলতে হচ্ছে। আমার মতে, ওখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করা অনেক সহজ হয়ে যায়।’
এখানেই শেষ নয়, ২৫ বছর বয়সী দ্য ফিজ আরও যোগ করলেন, ‘আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটাররা প্রতিযোগিতা করে। যদি সফল হতে পারেন, তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আমি নিশ্চিত আমার ক্ষেত্রেও একই ব্যাপার। আমি যদি আইপিএলে ভালো করি তাহলে সেই আত্মবিশ্বাস বিশ্বকাপেও সঙ্গে নিতে পারব।’
দারুণ ফর্মে এখন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ৬০ রান খরচায় ৭ উইকেট নেন। ইনজুরি নিয়েও নেই কোন সমস্যা।
Discussion about this post