ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নারী আইপিএল খেলতে যাওয়ার ব্যাপারটি আগে থেকেই নিশ্চিত ছিল সালমা খাতুন ও জাহানারা আলমের। শেষ পর্যন্ত বুধবার সকালে সেটাই হল। মানে এদিন দেশ ছেড়েছেন তারা। আজ দুপুরের মধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ দুই তারকা সংযুক্ত আরব আমিরাত পৌঁছাবেন। এরপর ছয়দিন টুর্নামেন্টের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রস্তুতি।
বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে যাত্রা শুরু করেন সালমা-জাহানারা। তার আগে এ দুই ক্রিকেটার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নারী আইপিএলে এবারই প্রথমবারের মতো খেলবেন সালমা খাতুন। তিনি মাঠ মাতাবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। অন্যদিকে গত আসরের মতো এবারও ভেলোসিটির জার্সি গায়ে খেলতে নামবেন জাহানারা আলম।
আইপিএল খেলতে যাওয়ার আগে মঙ্গলবার সালমা বলেছেন, ‘যেহেতু খুলনায় বসে শুনেছি সেখানে অনুশীলন করেছি। জিম, রানিং, ফিটনেস নিয়ে কাজ করেছি। ঢাকায় এসে যে কয়দিন সুযোগ পেয়েছি সে কয়দিনও নিজেকে প্রস্তুত করতে অনুশীলন করেছি। ক্রিকেট বোর্ড আমাদের সুযোগ দিয়েছে ডে-নাইট অনুশীলন করার, মোটামুটি ভালো কাজে লেগেছে। প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু এত বড় একটা আসরে যাচ্ছি, নিজের প্রত্যাশাটা অনেক ভালো করার যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি, সেহেতু দুই বিভাগেই ভালো করা চেষ্টা থাকবে। আমি যদি ভালো কিছু করতে পারি তবে অবশ্যই আমার দলের জন্য সহায়ক হবে। ওখান থেকে আসার পর দেশেও কাজে লাগাবো। যেহেতু ওখানে যাচ্ছি বাইরের অনেক প্লেয়ার থাকবে, বড় বড় প্লেয়ার তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেগুলো শিখে এসে আমাদের দেশে প্রয়োগের চেষ্টা করবো।’
এদিকে আগেরবার রানার্সআপ হওয়ায় সেই আক্ষেপ ঘোচাতে চান জাহানারা, ‘গতবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও হতে পারিনি। নিজেরও আফসোস রয়ে গেছে, ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। এই ধরণের পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো।’
আগামী ৪ নভেম্বর শুরু হবে নারী আইপিএলের তৃতীয় আসর।
Discussion about this post