ক্রিকবিডি২৪.কম ডেস্ক
করোনার কারণে থকমকে দাঁড়িয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মনে হচ্ছিল এবার বুঝি শেষই হবে না ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। কিন্তু সেই শঙ্কা কাটল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এবার অবশ্য ভারতে নয়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবে ২০ ওভারের এই ক্রিকেট যুদ্ধ।
এই পর্বে আলাদা লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে আইপিএল ফ্রাঞ্চাইজিরা। এ অবস্থায় অনেক ক্রিকেটারকেই পাওয়া যাবে না দ্বিতীয় পর্বে। বিদেশি যাদের পাওয়া যাচ্ছে না, তাদের জায়গায় নেওয়া হয়েছেন নতুন ক্রিকেটার।
চলুন দেখে নেই বদলি সেই ক্রিকেটারকে কে…
# রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ড্যানিয়েল স্যামসের পরিবর্তে নিয়েছে দুশমন্ত চামেরাকে।
# রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অ্যাডাম জাম্পার পরিবর্তে দলে টেনেছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
# রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কেন রিচার্ডসনের পরিবর্তে নিয়েছে জর্জ গার্টনকে।
# রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফিন অ্যালেনের পরিবর্তে নিয়েছে টিম ডেভিডকে।
# রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চারের জায়গা নেওয়া নিয়েছে গ্লেন ফিলিপসকে।
# রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাইয়ের জায়গায় দলে টেনেছে তাবরেজ সামসিকে।
# পাঞ্জাবের কিংস ঝাই রিচার্ডসনের জায়গায় নিয়েছে আদিল রশিদকে।
# পাঞ্জাব কিংস রাইলি মেরিডিথের জায়গায় নিয়েছে নাথান এলিসকে।
# নাইট রাইডার্স প্যাট কামিন্সের জায়গায় দলে নিয়েছে টিম সাউদি।
Discussion about this post