শুরুর মতো শেষটা হলো না। বলা ভালো-শেষটাতে এসে সুযোগই মিলল না! ড্রেসিংরুমেই কাটল সময়। হতাশা নিয়েই ফিরতে যাচ্ছে তাকে। কেননা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফে জায়গা করে নিতে পারেনি মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটাল। শনিবার রাতে সর্বনাশ হয়েছে তাদের। যদিও এই ম্যাচে মাঠে নামার সুযোগই পাননি মুস্তাফিজ।
শুরুর দিকে টানা ৮ ম্যাচে খেলার সুযোগ পান বাংলাদেশের এই তারকা পেস বোলার। কিন্তু সেখানে সেভাবে মেলে ধরতে পারেন নি নিজেকে। এ কারণেই পরের ম্যাচগুলোতে একাদশের বাইরেই ছিলেন মুস্তাফিজ।
চলতি আইপিএলে সব মিলিয়ে ৮ ম্যাচ খেলেছেন তিনি। এই ৮ ম্যাচে ৩০.৫০ গড়ে উইকেট নেন মাত্র ৮টি। ম্যাচে শেষ দিকে ভাল বল করেন তিনি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলে মুম্বাই পৌঁছে কোয়ারেন্টাইনে ছিলেন। তখন প্রথম ম্যাচটি খেলতে পারেননি মুস্তাফিজ। পরের ৮ ম্যাচে টানা ছিলেন একাদশে। আর শেষ পাঁচ ম্যাচে খেলার সুযোগ পেলেন না।
এদিকে টেস্টে অনাগ্রহ থাকলেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলতে হতে পারে মুস্তাফিজের। মুস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটা জানিয়ে রেখেছে বিসিবি। বিসিবির পাঠানো চিঠির উত্তরে মুস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলা নিয়ে সম্মতি দিয়েছেন। ভারতে থাকা মুস্তাফিজ বলেন, ‘দেখুন, আমি কখনোই বলিনি আমি টেস্ট খেলতে চাই না। বিসিবির যদি আমাকে প্রয়োজন হয় আমি দলের হয়ে খেলতে প্রস্তুত আছি। দেশের হয়ে খেলতে যেকোনো ফরম্যাটে খেলতেই আমি প্রস্তত আছি।’
যদিও কিছুটা সময়ও চেয়েছেন তিনি। খেলতে চাইছেন না উইন্ডিজ সফরের টেস্ট ম্যাচে।
Discussion about this post