পরিসংখ্যান তার হয়েই কথা বলছে। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব সাফল্যই পেয়েছে। এই ধারাবাহিকতটা আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। চেন্নাই সুপার কিংসের হয়েও অনেক অর্জন জমা হচ্ছে নামের পাশে। এবার ক্যাপ্টেন কুলের আরো একটি রেকর্ড গড়লেন।
আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে দেড়শ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গড়লেন ধোনি। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এ মাইলফলকে পা রাখেন চেন্নাই অধিনায়ক। আইপিএলের ১১ আসরের ১০টিতেই অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।
সেই ২০০৮ সালে আইপিএল দিয়ে শুরু। ২০১৫ পর্যন্ত টানা আট আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন ধোনি। আট মৌসুমে ২ বার চ্যাম্পিয়ন আর রেকর্ড ৪ বার রানার-আপ হয়েছে চেন্নাই। মাঝে চেন্নাই নিষিদ্ধ থাকার সময় আসরে ধোনির নাম লেখান রাইজিং পুনে সুপার জায়ান্টসে। এখন আবার চেন্নাইয়ে ফিরেছেন।
এবার নিজেদের সপ্তম ম্যাচেই গড়েন ১৫০ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড।
Discussion about this post