ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুতে ড্রাফটে তার নামটা ছিল না। কিন্তু দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর পরই পাল্টে যায় দৃশ্যপট। যুক্ত হন জয়ের নায়ক মুশফিকুর রহিম। সঙ্গে মুস্তাফিজুর রহমান তো ছিলেনই। কিন্তু কোন বাংলাদেশি ক্রিকেটারই জায়গা পাননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।
অবশ্য মুস্তাফিজুর রহমান ফর্ম হারিয়েছেন। এ কারণেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে টানেনি কোন দল। আইপিএলের নিলামে অবিক্রীত থাকেন মুস্তাফিজ। একইভাবে বাংলাদেশের মুশফিকুর রহিমকেও টানেনি কোন দল।
মুস্তাফিজের ১ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল। কিন্তু এই দামেও কেউ তাকে নেয়নি।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলোচনায় আসেন দ্য ফিজ। পরের বছর আইপিএলে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। টুর্নামেন্ট দারুণ বোলিংয়ে বড় অবদান রেখেছিলেন দলের শিরোপা জয়ে। পেয়ে যান সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
হায়দরাবাদে আরেক মৌসুম খেলার পর যান মুম্বাই ইন্ডিয়ান্সে। কিন্তু আগের সেই মুস্তাফিজকে পাওয়া যায়নি। এরপরই দল হারান তিনি।
একনজরে দেখে নিন কারা দল পাননি-
ত্রয়োদশ আইপিএল নিলামে দল না পাওয়া ক্রিকেটারের তালিকা ও তাঁদের বেস প্রাইস-
আয়ুষ বাদোনি (২০ লাখ), প্রবীণ দুবে (২০ লাখ), শামস মুলানি (২০ লাখ), নিখিল নায়েক (২০ লাখ), রাহুল শুক্লা (২০ লাখ), মনজোৎ কালরা (২০ লাখ), সুমিত কুমার (২০ লাখ), আরিয়ান জুয়াল (২০ লাখ), কুলদীপ সেন (২০ লাখ), রোহন কদম (২০ লাখ), হরপ্রীত সিং (২০ লাখ), যুধবীর চরক (২০ লাখ), সুজিত নায়েক (২০ লাখ), ন্যাথান এলিস (২০ লাখ), কেসরিক উইলিইয়ামস (৫০ লাখ), জর্জ গ্যারটন (২০ লাখ), বৈভব অরোরা (২০ লাখ), সৌরভ দুবে (২০ লাখ), ড্যানিয়েল স্যামস (২০ লাখ), পবন দেশপান্ডে (২০ লাখ), শাহরুখ খান (২০ লাখ), কেদার দেবধর (২০ লাখ), রোহন কদম (২০ লাখ), কেএস ভরত (২০ লাখ), প্রভসিমরন সিং (২০ লাখ), অঙ্কুশ বাইনস (২০ লাখ), বিষ্ণু বিনোদ (২০ লাখ), হেইডেন ওয়ালশ (৫০ লাখ), কার্লোস ব্রাথওয়েট (৫০ লাখ), অ্যান্ডাইল ফেহলুকাও (৫০ লাখ), জাহির খান (৫০ লাখ), ঋষি ধবন (৫০ লাখ), অ্যানরিচ নর্তজে (৫০ লাখ), হনুমা বিহারী (৫০ লাখ), মনোজ তিওয়ারি (৫০ লাখ), কলিন ইনগ্রাম (৫০ লাখ), চেতেশ্বর পূজারা (৫০ লাখ), স্টুয়ার্ট বিনি (৫০ লাখ), নমন ওঝা (৫০ লাখ), কুশল পেরেরা (৫০ লাখ), সাই হোপ (৫০ লাখ), মোহিত শর্মা (৫০ লাখ), ম্যাট হেনরি (৫০ লাখ), হেইনরিচ ক্লাসেন (৫০ লাখ), মার্ক উড (৫০ লাখ), কলিন ডি গ্র্যান্ডহোম (৭৫ লাখ), জেসন হোল্ডার (৭৫ লাখ), সিন অ্যাবট (৭৫ লাখ), ইশ সোধি (৭৫ লাখ), বেন কাটিং (৭৫ লাখ), মুশফিকুর রহিম (৭৫ লাখ), টিম সাউদি (১ কোটি), ইউসুফ পাঠান (১ কোটি), এভিন লুইস (১ কোটি), কলিন মুনরো (১ কোটি), অ্যাডাম জাম্পা (১.৫ কোটি), জেমস প্যাটিনসন (১ কোটি), লিয়াম প্লাঙ্কেট (১ কোটি), বিনয় কুমার (১ কোটি)।
Discussion about this post