ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দর্শকরাও যেন বড় আকর্ষন। মাঠ মাতাচ্ছেন ক্রিকেটাররা। আর গ্যালারিতে রঙীন দর্শক। আইপিএলের সপ্তম আসরেও তার ব্যাতিক্রম থাকছে না।
আসলে উত্তেজনার কোন কমতিই যেন নেই ২০ ওভারের এই ক্রিকেটে। যেখানে বলিউড তারকা, ক্রিকেটারদের স্ত্রী, প্রেমিকা থেকে শুরু করে সাধারন ক্রিকেট প্রেমী-সবাই মিলেমিশে একাকার!
Discussion about this post