ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বেশ মনে রাখার মতোই হয়েছে মুস্তাফিজুর রহমানের। স্থগিত হওয়ার আগে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই বাঁহাতি পেসার বেশ দাপটই দেখালে। এ কারণেই মুস্তাফিজকে নিয়ে বেশ আশাবাদী সাকিব। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক- আইপিএলের মুম্তাফিজকেই পেতে চাইছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে।
২৩ মে শুরু লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সন্দেহ নেই একাদশে থাকবেনদ্যি ফিজ।
দুর্দান্ত ফর্মে তিনি। এবার রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচে ২৮ গড়ে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। পিচ থেকেও দারুণ সাহায্য নিয়ে নজর কেড়েছেন। স্লোয়ার ইয়র্কার করেছেন। ফিরে পেয়েছেন নিজের সেই ইয়র্কার। মুস্তাফিজের বোলিংয়ে আশাবাদী তামিম। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শুক্রবার এই ফিজকেই চাইছেন।
তামিম বলেন, ‘মুস্তাফিজ সব সময়ই আমাদের জন্য বিরাট অস্ত্র। যে ধরনের বোলিং সে আইপিএলে করে, তা দারুণ, আমরা সবাই চাই সে এভাবে বোলিং করুক। কিন্তু সঙ্গে কিছু দেখতে হবে যে, সে উইকেট থেকে সাহায্য পেয়েছিল, কোনো সন্দেহ নেই সে বোলিংটাও ভালো করেছে। এভাবে যদি হয়, তাহলে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি লাভবান হবে।’
Discussion about this post