সন্দেহ নেই, এখনো টেস্ট ক্রিকেটে সেরা দ্বৈরথ হিসেবেই ধরা হয় অ্যাশেজকে। ঐতিহ্য বলে কথা! শতবর্ষেরও পুরনো লড়াই! তার আরেকটি মঞ্চায়ন দেখবে এবার ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচ টেস্ট সিরিজে অ্যাশেজ ‘যুদ্ধ’ শুরু হচ্ছে বৃহস্পতিবার। বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রিসবেনে শুরু প্রথম টেস্ট।
ব্রিসবেনের এই মাঠে দারুণ রেকর্ড অস্ট্রেলিয়ার। সেই ১৯৮৮ সালের পর আর কখন হারেনি তারা। গত ৩১ বছরের মধ্যে এ মাঠে কোনো টেস্টও জিততে পারেনি ইংল্যান্ড। তাইতো লড়াইটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন জো রুট। গত অ্যাশেজ ঘরের মাঠে ৩-২ ব্যবধানে জিতেছিল ইংলিশ। এটা নিশ্চয়ই সাহস যোগাবে।
অজি শিবিরে চিন্তার কারণ ইনজুরি। অনুশীলনে ঘাড়ে চোট পেয়ে দলটির সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথম টেস্ট মাঠে নামা নিয়ে জেগেছে শঙ্কা। ডাকা হয়েছে ম্যাক্সওয়েলকে। তবে নিজেদের মাঠে তাদেরকেই ফেভারিট ধরা হচ্ছে। যদিও অ্যাশেজ বলে কথা। সেরার লড়াইয়ে যে কেউ টেক্কা মারতে পারে!
দুই দলে যারা আছেন-
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজলউড।
ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমস ভিঞ্চি, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস উকস, জেক বল, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
Discussion about this post