দেরিতে হলেও বাস্তবতা উপলব্দি করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। তারা বুঝিয়ে-শুনিয়ে আরো কিছুদিন চন্ডিকা হাথুরুসিংহেকে থাকার কথা বলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এবার বিকল্প ভাবনায় তারা। আপদকালীন সময়ে খালেদ মাহমুদ সুজনকে কোচ করার কথা ভাবছে তারা। তবে দীর্ঘ মেয়াদী কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারের কথা ভাবনায় আছে।
১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ফ্লাওয়ারের। তারপর জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে অবসরের পর ২০০৭ সালে ইংল্যান্ড দলের সহকারী কোচ হয়েছিলেন। তারপর হেড কোচ। ফ্লাওয়ারের অধীনে অ্যাশেজ জয়ের পাশাপাশি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠে আসে ইংল্যান্ড।
এখন অবশ্য ইংলিশ জাতীয় দলের সেই নেই তিনি। তাইতো প্রস্তাবের কথা চলছে। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে কোচের পদ ছাড়লেও এরই মধ্যে একবার ঢাকা আসার কথা ছিল হাথুরুসিংহের। যদিও তিনি দ্বায়িত্ব বুঝিয়ে দিতে কবে ফিরবেন এনিয়ে স্পষ্ট করে কিছুই জানায় নি বিসিবি। এমন কী তার না আসার খবরটাও ভেসে বেড়াচ্ছে বাতাসে!
Discussion about this post