ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে সফল অস্ত্রোপচার করিয়ে রোববার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন মুমিনুল হক।
এর আগে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুমিনুল। এরপর তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। সেই চোট নিয়েই অবশ্য ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ৭ বলে ৫ রান করে তার দল গাজী গ্রুপ চট্টগ্রামকে জয়ের বন্দরে নিয়ে গিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।
পরে ঐ চোটই তাকে ছিটকে দেয় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে। গত ৮ ডিসেম্বর অস্ত্রোপচারের জন্য দুবাই যেতে হয় তাকে। তার বদলি হিসেবে রুয়েল মিয়াকে দলে নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম।
অস্ত্রোপচার শেষে এবার ফেরার লড়াই শুরু হবে মুমিনুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জানুয়ারিতে অনুষ্ঠেয় সিরিজ দিয়েই ফিরতে চান টেস্ট অধিনায়ক।
রোববার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মুমিনুল। বিমানবন্দর থেকে সোজা শহরের বসুন্ধরায় নিজ বাসভবনে চলে যান তিনি। প্রায় ৪ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে।
সব ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম ভাগেই সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে টেস্ট সিরিজে যাতে অধিনায়ক খেলতে পারেন, এ কারণে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে না পাঠিয়ে দুবাই পাঠানো হয় অস্ত্রোপচারের করাতে। করোনাকালীন সময়ে সেই দেশগুলোয় প্রটোকলে দুই সপ্তাহ কাটাতে হয় কোয়ারেন্টাইনে। অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড গিয়ে অস্ত্রোপচার করে চার-পাঁচ দিনের মধ্যে দেশে ফিরে আসা সম্ভব ছিল না। কমপক্ষে তিন সপ্তাহর ব্যাপার। এ কারণেই দুবাই পাঠানো হয়।
৮ ডিসেম্বর দুবাই গিয়ে পরদিনই অপারেশন করাতে পেরেছেন মুমিনুল। তিনদিন পরই দেশে ফিরে আসতে পেরেছেন তিনি।
Discussion about this post