ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব কিছু ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করেই করোনার কথা বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ মুহূর্তে স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে কারণে বড় ধরণের আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তাই এবার সংস্থাটি আর্থিক ক্ষতিপূরণ দাবি করে আইসিসির কাছে চিঠি দিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের জন্য জৈব সুরক্ষা বলয় থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল দক্ষিণ আফ্রিকা। ওদিকে অস্ট্রেলিয়াও তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত আর দক্ষিণ আফ্রিকা সফরে গেল না অজিরা। বোর্ড ও ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্তে এই সফর স্থগিত করা হয়েছে বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়া এই সফর স্থগিত করার পরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও আনুষ্ঠানিকভাবে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছিল। সব আয়োজন সম্পন্ন করার পরে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরিই কথা বলেছিল দক্ষিণ আফ্রিকা। হতাশার সাথেসাথে তাদের ভাষায় বিরক্তিও স্পষ্ট প্রকাশ পেয়েছিল। তখনই দক্ষিণ আফ্রিকা জানিয়েছিল, অস্ট্রেলিয়া এই সফর স্থগিত করার ফলে তাদেরকে বড় আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে। তাই এবার সেই আর্থিক ক্ষতিপূরণ দাবি করে আইসিসির কাছে চিঠি দিয়েছে দক্ষিণ আফ্রিকা। চিঠিতে তারা অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তকে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ বলেও উল্লেখ করেছে।
আগামী মার্চ মাসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। এই সিরিজটি ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর্থিক ক্ষতি ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ না পেয়েও হতাশ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post