ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল অন্তত সেমিফাইনালে খেলা। তবে এরইমধ্যে নিজেদের প্রথম তিন ম্যাচ হারায় সে সম্ভাবনা শেষ হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। তাই এখন থেকেই পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর নিচ্ছেন কোচ রাসেল ডমিঙ্গে। তিনি জানিয়েছে, অস্ট্রেলিয়াতে আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে ভাল করবে টিম টাইগার্স।
এর আগে নির্বাচক হাবিবুল বাশারও বলেছিলেন, আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা। এবার তার সুরে তাল মেলালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জানালেন যদি পরিকল্পনামাফিক এগোতে থাকে তাহলে পরের বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ, ‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’
ডমিঙ্গো আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফলটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-টোয়েন্টিতে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজ জয় পেয়েছি। এখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দুটি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা অনুচিত ও কঠোর সিদ্ধান্ত হবে। আমি মনে করি দল সামনের দিকে বড় পদক্ষেপ রেখেছে। আমাদের খুব ভাল কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে বড় পারফরম করেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে। সঙ্গে এটাও জানি যে অনেক নেতিবাচক দিকও আছে। নির্দিষ্ট ক্রিকেটার এবং কোচিং স্টাফদের কিছু কাজে নিয়ে সমালোচনা হচ্ছে। তবুও আমি বলবো দল বিশাল এগিয়েছে। ১১ মাস আগে আমরা ১১ নম্বর দল ছিলাম এখন আমরা টি-টোয়েন্টিতে ষষ্ঠ। বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং। আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও কিন্তু তা রাতারাতি হবে না এর জন্য সময় চাই। এটা একটা প্রসেস, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাক আগায় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স।
Discussion about this post