ফের অনিশ্চয়তার কালো মেঘে ছেয়ে গেল চারপাশ! প্রশ্ন একটাই অস্ট্রেলিয়া ক্রিকেট দল কি আগষ্টে বাংলাদেশ সফরে আসবে? সরাসরি কোন উত্তর নেই। বরং শঙ্কা জাগছে। আবারো অনিশ্চিত হয়ে পড়ল আলোচিত এই সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) ঝামেলাতেই সব এলোমেলো হয়ে গেছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করল এসিএ।
তারা স্পষ্ট জানিয়ে দিল- বেতন নিয়ে বোর্ডের সঙ্গে চুক্তি না হলে কোন সফরেই যাবেনা দেশটির ক্রিকেটাররা। এর অর্থ অজিদের বাংলাদেশ সফর নিয়ে শুরু হল নতুন শঙ্কা।
অজি ক্রিকেটারদের সংগঠন এসিএ এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখভরা হৃদয়ে আমরা জানাচ্ছি বর্তমান যে সমস্যা চলছে তার সমাধান এখনো হয়নি। অস্ট্রেলিয়া এ’ দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকায় যাবে না বলে নিশ্চিত করেছে। এ সিদ্ধান্তে দুইশ’র বেশি পুরুষ ও নারী ক্রিকেটারদের সমর্থন নিয়ে জানানো হলো, যারা এখন বেকার।’
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। কিন্তু তাদের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি আগের মতোই সিদ্ধান্তে অটল। আয়ের অংশ প্রতিটি ক্রিকেটারকে দিতে রাজী নয় তারা। ব্যাপারটায় হতাশ ক্রিকেটাররা সফর বয়কটের সিদ্ধান্ত নিতে অনেকটাই বাধ্য হলেন। এক বৈঠকে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে- বাংলাদেশ ও ভারত সফরের জন্য তারা প্রস্তুত আর মাঠের ক্রিকেটে খেলতে মুখিয়ে আছে। তবে চুক্তি না হলে ও সিরিজ না হলে পুরো দায়ভার নিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
অজি বোর্ডের বেতন সংক্রান্ত প্রস্তাব না মানায় গত ১ জুলাই বেকার হয়েছেন অস্ট্রেলিয়ার প্রায় ২৩০ জন পেশাদার ক্রিকেটার। এরইমধ্যে চলছিল এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি। আগামী ১২ জুলাই উসমান খাজার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল । ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা নমনীয় হয়ে সিদ্ধান্ত থেকে সরে আসবেন এই ভেবে কয়েকদিন ধরে অনুশীলনও করেছেন ‘এ’ দলের ক্রিকেটাররা। কিন্তু পরিস্থিতি না পাল্টানোতে তারা দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে না।
সূচি বলছে দুই টেস্টের সিরিজ খেলতে খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। ২৭-৩১ আগস্ট মিরপুরে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
Discussion about this post