সেই ২০০০ সালে টেস্টের অভিজাত অঙ্গনে পথচলা শুরু বাংলাদেশের। ১৬ বছর পেরিয়ে এসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ধরা দিল। তবে এটি অন্য আট-দশটি জয়ের মতো নয়! এটি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শততম ম্যাচে জয়। যা কীনা অনেক জায়ান্ট দলই করে দেখাতে পারে নি। এমন কী ব্যর্থ হয়েছে ভারত। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৪ উইকেটের জয় তাইতো দারুণ স্বস্তি দিচ্ছে টাইগারদের। ১৮তম টেস্টে এসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জিতল লাল-সবুজরা।
সোয়াশ বছরেরও পুরনো টেস্ট ইতিহাস জানাচ্ছে- অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের শততম টেস্টে জিতল। পাকিস্তান শততম জয় পেয়েছিল ১৯৭৯ সালে। তারপর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশ এই মাইলফলক টেস্টে জয় পেল।
১৯১২ সালে শততম টেস্ট খেলে জিতে অস্ট্রেলিয়া। ইনিংস ও ৮৮ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা।শততম ম্যাচে দ্বিতীয় জয়টি এসেছে ১৯৬৫ সালে। ওয়েস্ট ইন্ডিজ এ কীর্তি গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যারিবিয়রা ১৭৯ রানে জয় পায়। তৃতীয় জয় পাকিস্তানের। ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শততম টেস্টে ৭১ রানে জিতে তারা।
Discussion about this post