অস্ট্রেলিয়াকে নিয়ে যেন রীতিমতো খেল ইংল্যান্ড! এমন অধঃপতন, ভাবাই যায়না। মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নাররা উইকেটে আসা-যাওয়ার দায়টুকই যেন শুধু সারলেন!
তাইতো অ্যাশেজের ট্রেন্টব্রিজ টেস্টের ১ম ইনিংসে অজিরা অলআউট মাত্র ৬০ রানে। মাত্র ১১১ বলেই শেষ মাইকেল ক্লার্কদের ইনিংস! রীতিমতো বিস্ময়র!
টেস্ট ইতিহাস জানাচ্ছে- ১ম ইনিংসে এর আগে এত কম বলে কোনো দল অল আউট হয়নি। সবচেয়ে কম বলে আউট হওয়ার আগের রেকর্ডটিও এই অস্ট্রেলিয়ার। সেই ১৮৯৬ সালে এই ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে অল আউট হয়ে হয় তার। লর্ডসে তারা করে ৫৩ রান।
এবার অজিদের ধসিয়ে দেওয়ার নায়ক স্টুয়ার্ট ব্রড! ক্যারিয়ার সেরা বোলিং করে ইংল্যান্ডের এই পেসার মাত্র ১৫ রানে নেন ৮ উইকেট। এই ঝড় তুলে ৩০০ উইকেটের মাইলফলকও পেরিয়ে যান তিনি।
১৩ রান করে মিচেল জনসন দলের সর্বোচ্চ রান। ব্যক্তিগত রানের চেয়ে অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ১৪ রান।
এর আগে বৃহস্পতিবার সকালে ট্রেন্ট ব্রিজে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে টস জিতে ইংল্যান্ড। এবারের অ্যাশেজে স্বাগতিকরা ২-১ এ এগিয়ে আছে।
Discussion about this post