ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর কোনঠাসা হয়ে পড়েছিল ভারত। এদিকে আবার সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফেরায় দলটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছিল। অনেকে তো আবার ধারণা করেছিলেন এ সিরিজে ভারত হারবে ৪-০ ব্যবধানে। কিন্তু সবাইকে মঙ্গলবার ভুল প্রমাণ করল অজিঙ্কা রাহানের নেতৃত্বে খেলা ভারত। কেননা বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সমতায় (১-১) ফিরেছে টিম ইন্ডিয়া।
মঙ্গলবার মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ৭০ রান। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। ২৭ রানে অপরাজিত ছিলেন রাহানে। অন্যদিকে শুভমন গিল অপরাজিত ছিলেন ৩৫ রানে।
মঙ্গলবার মাত্র ৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে ভারত। তবে সফরকারীদের কোন বিপদে পড়তে দেননি রাহানে ও অভিষিক্ত শুভমন গিল। তাদের হাফ-সেঞ্চুরি পার্টনারশিপের ওপর ভর করে শেষ পর্যন্ত সিরিজের দ্বিতীয় টেস্ট হাসতে হাসতে জিতে নেয় ভারত। দুই ইনিংসে অসাধারণ ব্যাটিং করার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে।
এর আগে ৬ উইকেটে ১৩৩ রান হাতে নিয়ে চতুর্থদিন সকালে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়ার অপরাজিত দুই ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্স। তবে তাদের জুটি বেশিক্ষণ টিকতে দেননি জাসপ্রিত বুমরা। অসাধারণ এক বাউন্সারে কামিন্সকে ২২ রানে ফেরান তিনি। তার বিদায়ে ভাঙে অজিদের ৫৭ রানের সপ্তম উিইকেট জুটি। তারপর ১৭৭ রানের মাথায় সিরাজের ডেলিভারিতে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন গ্রিন। ১৪৬ বল খেলে দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক ৪৫ রান করেন তিনি। এদিকে অস্ট্রেলিয়ার রান ২০০ ছুঁতেই হ্যাজেলউডকে বোল্ড করে ইনিংস শেষ করেন অশ্বিন। যে কারণে জয়ের জন্য ভারতের লক্ষ্য মাত্রা দাঁড়ায় মাত্র ৭০ রান।
তারপরও অনায়াসে জয়ের বন্দরে ভারত। অথচ আগের টেস্টে এই অজিদের সামনে নিজেদের দ্বিতীয় ইনিংসে দল অলআউট হয়েছিল মাত্র ৩৬ রানে।
প্রথম ইনিংসে ১১২ রানের দারুণ ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অপরাজিত, ম্যান অব দা ম্যাচ ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। কোহলির ছুটি-বিশ্রামের সুযোগে এনিয়ে ৩ টেস্টে নেতৃত্ব দিয়ে সবকটিতেই জয় পেলেন অধিনায়ক রাহানে।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাঠে ভারতের এটি অষ্টম জয়। তবে এই জয় অনেক দিন মনে থাকবে ভারতীয় ভক্তদের। কারণ ৩৬ রানের দুস্বপ্ন পেছনে ফেলে দল যে পেল স্বপ্নের জয়!
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৯৫/১০
ভারত ১ম ইনিংস : ৩২৬/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ১০৩.১ ওভারে ২০০ (আগের দিন ১৩৩/৬) (গ্রিন ৪৫, কামিন্স ২২, স্টার্ক ১৪*, লায়ন ৩, হেইজেলউড ১০; বুমরাহ ২৭-৬-৫৪-২, উমেশ ৩.৩-০-৫-১, সিরাজ ২১.৩-৪-৩৭-৩, অশ্বিন ৩৭.১-৬-৭১-২, জাদেজা ১৪-৫-২৮-২)।
ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ৭০) ১৫.৫ ওভারে ৭০/২ (মায়াঙ্ক ৫, গিল ৩৫*, পুজারা ৩, রাহানে ২৭*; স্টার্ক ৪-০-২০-১, কামিন্স ৫-০-২২-১, হেইজেলউড ৩-১-১৪-০, লায়ন ২.৫-০-৫-০, লাবুশেন ১-০-৯-০)।
ফল : ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ : ৪ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যাচসেরা : অজিঙ্কা রাহানে
Discussion about this post