ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বরাবরই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অস্ত্রোপচার হয়ে থাকে অস্ট্রেলিয়ায়। সর্বশেষ নাসির হোসেনও সেখান থেকেই সার্জারি করে ফিরেছেন। এবার এই তালিকায় যুক্ত হতে পারেন সাকিব আল হাসান। ব্যথানাশক ইনজেকশন নিয়ে বেশ কিছুদিন ধরে খেলেছেন তিনি। এবার চটজলদি বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে অস্ত্রোপচার করাতে চাইছেন এই অলরাউন্ডার।
অবশ্য সাকিবের অস্ত্রোপচার কবে হবে সেটা ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য এশিয়া কাপের পর অস্ত্রোপচার করতে বলেছেন। তবে সাকিব দ্রুত করাতে চান। এরইমধ্যে প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের সঙ্গে কথা বলেছেন টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, অস্ত্রোপচার হতে পারে অস্ট্রেলিয়ায়। অর্থপেডিক সার্জন গ্রেগ হ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাকিবের আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে অস্ত্রোপচারের সম্ভাব্য তারিখ নির্ধারণ ঠিক করবেন। বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও থিলান চন্দ্রমোহন দিন কয়েক আগেই সাকিবের আঙুলের রিপোর্ট নিয়ে গেছেন মেলবোর্নে। তিনিই সাকিবের রিপোর্ট মেলবোর্নের চিকিৎসককে দেখাবেন। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে বিসিবি।
অস্ত্রোপচার এখনই হলে সাকিব মিস করবেন এশিয়া কাপ। কারণ টুর্নামেন্ট শুরু হবে আগামী মাসের ১৫ তারিখ থেকে। অস্ত্রোপচার করার পর মাঠে ফিরতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে। বলা দরকার, গত জানুয়ারিতে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের চোট নিয়ে যন্ত্রণায় আছেন সাকিব।
Discussion about this post