ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
আগের সেই দাপট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই অধঃপতন হচ্ছে তাদের। তারই ছায়া দেখা গেল জিম্বাবুয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চ। তার দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৮৩ রান। জবাব দিতে নেমে ৬ উইকেট আর ৪ বল হাতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
অথচ দলটি মাত্র ২ রান তুলতেই হারিয়েছিল ২ উইকেট। কিন্তু তারপরই মাথা তুলে দাঁড়ায়। আর শেষ করে দেয় অজিদের শিরোপা জয়ের স্বপ্ন। পাকিস্তানের টি-টুয়েন্টি ইতিহাসে এটি অনন্য জয়। ২০ ওভারের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল তারা। ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রান তাড়া করে জিতে পাকিস্তান।
এই ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্রাথমিক পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছিল দক্ষিণ পাকিস্তান। এরপর ফিরতি লেগে তুলে নেয় জয়। আর ফাইনালেও পাকিস্তানি ক্রিকেটারদেই বাজিমাত! এই টুর্নামেন্টের অন্য দলটি ছিল স্বাগতিক জিম্বাবুয়ে।
ফাইনালে রোববার বিপর্যয়ের মুখে দারুণ ব্যাট করেন ফখর জামান ও শোয়েব মালিক। ফখর ৪৬ বলে ১২ চার ও ৩ ছয়ের ঝড়ো ইনিংসে তুলেন ৯১ রান। ৩৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৩ রানে অপরাজিত শোয়েব মালিক। ১৯ বলে ৪ চার ও ১ ছয়ে সরফরাজ আহমেদ তুলেন ২৮ রান। আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৩ রান তুলে অস্ট্রেলিয়া। ডি’আর্চি শট তুলেন ৫৩ বলে ৭৬ রান। অ্যারন ফ্রিঞ্চ ২৭ বলে ৪৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৩/৮ (শর্ট ৭৬, ফিঞ্চ ৪৭, ম্যাক্সওয়েল ৫, স্টয়নিস ১২, হেড ১৯, কেয়ারি ২, অ্যাগার ৭, উইলডারমুট ১*, টাই ০, রিচার্ডসন ৬; আমির ৩/৩৩, ফাহিম ১/৩৮, হাসান ১/৩৮, শাহিন শাহ ১/৩২, শাদাব ২/৩১)।
পাকিস্তান: ১৯.২ ওভারে ১৮৭/৪ (ফখর ৯১, সাহেবজাদা ০, তালাত ০, সরফরাজ ২৮, মালিক ৪৩*, আসিফ ১৭*; ম্যাক্সওয়েল ২/৩৫, স্ট্যানলেক ০/২৫, রিচার্ডসন ১/২৯, টাই ০/৩৩, স্টয়নিস ০/৩১, উইলডারমুট ০/১৬)।
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যাচ ও সিরিজসেরা: ফখর জামান
Discussion about this post