অবিশ্বাস্য। ঠিক তাই, রীতিমতো অবিশ্বাস্য!
বাংলাদেশের নারী ক্রিকেটে রীতিমতো এক ইতিহাস। মেয়েদের ক্রিকেটে সোনার হরফে রেখা একদিন। নারী যুব বিশ্বকাপের প্রথম আসরেই চমক মেয়েদের। মহা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয়। আইসিসি উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অস্ট্রেলিয়া ২০ ওভারে করে ১৩০ রান। জবাব দিতে নেমে বাংলাদেশের মেয়েরা ম্যাচ জিতে ৩ উইকেটে হারিয়ে ১৩ বল বাকি রেখে। বাংলাদেশের পরের ম্যাচ সোমবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাসম্যাচের দ্বিতীয় ওভারে আউট করেন কেটি পেলেকে। তারপর দিশা ফেরান ওপেনার প্যারিস বাউডলারকে। তারপর এই গতি নিয়েই এগিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। যদিও তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন কেয়ার মুর ও এলা হেওয়ার্ড। ৫১ বলে ৫২ রান করা মুরকে ফেরান লেগ স্পিনার রাবেয়া খান। হেওয়ার্ড ৩৯ বলে ৩৫। অ্যামি স্মিথ ৭ বলে ১৬ ও রিস ম্যাককেনা ৬ বলে ১২।
বাংলাদেশের হয়ে দিশা ২৫ রানে নেন ২ উইকেট। পেসার মারুফা আক্তার ৩১ রানে ২ উইকেট নেন।
যদিও জবাব দিতে নেমে শুরুতেই মিষ্টি সাহাকে হারায় বাংলাদেশ। তারপর দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটিতে পথ দেখান আফিফা প্রত্যাশা ও দিলারা আক্তার। দিলারা ৭ চারে ৪২ বলে ৪০ রান করে আউট। প্রত্যাশা ২২ বলে ২৪। তারপর স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার নিয়ে যান দলকে দারুণ এক জয়ের বন্দরে।
স্বর্ণা অপরাজিত ১৫ বলে ১৩ রানে। সুমাইয়া ২৭ বলে অপরাজিত ৪১।
Discussion about this post