কথা রাখলেন তার সতীর্থরা। প্রিয় অধিনায়ককে জয়ে বিদায় দিতে চেয়েছিলেন মুস্তাফিজ-মেহেদী হাসান মিরাজরা। বৃহস্পতিবার রাতে কলম্বোতে তাই করে দেখালেন টাইগার ক্রিকেটাররা। মাশরাফি বিন মুর্তজার বিদায়ী টি-টুয়েন্টি ৪৫ রানের দুর্দান্ত জয়ে রঙীন হল বাংলাদেশ। একইসঙ্গে ৮ ম্যাচ পর ২০ ওভারের ক্রিকেটে জিতল লাল-সবুজের দল। আর সিরিজ ১-১ ম্যাচে ড্র হল। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজও একইভাবে ১-১ ম্যাচে ড্র হয়েছিল।
কলম্বোতে বিদায় ম্যাচে টস ভাগ্য ছিল মাশরাফির। মেহেদী হাসান মিরাজের অভিষেক ম্যাচে টাইগাররা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ১৭৬ রান। প্রথম ১০ ওভারে রান ছিল ২ উইকেটে ১০১ করলেও শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে মাত্র ৭৫।
সাকিব করেন ৩৮, ইমরুল ৩৬, সৌম্য সরকারের ব্যাটে ৩৪, সাব্বির ১৯ রান করেন। ম্যাচে হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।
জবাব দিতে নেমে ১৮ ওভারে ১৩১ রানে অলআউট শ্রীলঙ্কা। ৩ উইকেট নিলেন সাকিব আল হাসান। মুস্তাফিজ ৩ ওভারে ২১ রানে নেন ৪ উইকেট। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ল মাশরাফির বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৬/৯ (সাকিব ৩৮, ইমরুল ৩৬, সৌম্য ৩৪, সাব্বির ১৯, মোসাদ্দেক ১৭, মুশফিক ১৫; মালিঙ্গা ৩/৩৪)।
শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৩১/১০ (কাপুগেদেরা ৫০, পেরেরা ২৭, থারাঙ্গা ২৩; সাকিব ৩/২৪, মোস্তাফিজ ৪/২১, মাহমুদউল্লাহ ১/১৫, সাইফউদ্দিন ১/২৪, মাশরাফি ১/৩০)।
ফল: বাংলাদেশ ৪৫ রানে জয়ী।
সিরিজ: ১-১ সমতা।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।
Discussion about this post