ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলা বন্ধ। যে কারণে বেকার হয়ে পড়েছেন দেশের অনেক ক্রীড়াবিদ। তাই অসহায় দিন কাটাচ্ছেন কারা। এবার তাদের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। সম্প্রতি ক্রিকেট কোচ মোঃ হুমায়ুন কবিরের সাথে সমণ্বয় করে দেশের ৯১ জন অসহায় ক্রীড়াবিদের প্রতি মানবতার হাত বাড়িয়েছেন টাইগার এই ওপেনার।
অসহায় ক্রীড়াবিদদের পাশে তামিমের দাঁড়ানোর ব্যাপারে কোচ শাহীন বলেন, ‘৯১ জনের তালিকা করা হয়েছিল। সুইমিং, হকি, ফুটবল, অ্যাথলেটিক সবগুলোই আছে। কোনো খেলাই বাকি পড়েনি। সবাইকে ফিনান্সিয়ালি সাপোর্ট করা হয়েছে বিকাশের মাধ্যমে। ফোন দিয়েছিলাম আমি সবাইকে তালিকা অনুযায়ী। আমার পরিচয় দিয়ে বলেছি তামিম ইকবাল আপনাদের খোঁজ নিলেন একটু। আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করেছেন তিনি। তামিম শুধু আপনাদের সাথে একটু শরীক হলো। ওর হয়ে আমি কিছু টাকা পাঠাচ্ছি। বাজার করে পরিবার নিয়ে খাবেন ভাই।’
শাহীন আরও জানান, ‘অপ্রত্যাশিত এই সাহায্যে বেশ খুশি হয়েছেন সবাই। হঠাৎ এমন সহযোগীতা পেয়ে কান্না করে দিয়েছে অনেকেই।’ এর আগে তামিম জাতীয় দলের খেলোয়াড়দের সাথে সমণ্বয় করে করোনা দুর্গতদের জন্য তহবিল গঠন করেছিলেন। সেই সঙ্গে সামিউল নামের উদীয়মান এক অসহায় অ্যাথলেটের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তাকে।’
এর আগে সমাজকর্মী নাফিসা খানের ডাকে সাড়া দিয়েছিলেন তামিম ইকবাল। ২৪ এপ্রিল (শুক্রবার) ঢাকা শহরের ৯টি এলাকায় তামিমের পক্ষ থেকে উপহার পৌঁছেছে ১৫০ ঊর্ধ্ব পরিবারের কাছে। যার মধ্যে ৮০ শতাংশ মধ্যবিত্ত এবং ২০ শতাংশ পরিবার ছিলেন দিনের খাবার দিনে যোগাড় করে এমন।
Discussion about this post