ক্যারিয়ারের সেই শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। বল হােত তার ঘূর্ণি মিয়ার ফাঁদে বারবারই আত্মাহুতি দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তারই পথ ধরে নামের পাশে যােগও হচ্ছে একের পর এক রেকর্ড। রোববার নাগপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লাঞ্চের পরই আরেকটা অভিজাত মাইলফলকে রাখলেন তিনি। শ্রীলঙ্কার শেষ উইকেটটি নিয়ে রবিচন্দ্রন অশ্বিন গড়লেন নতুন বিশ্বরেকর্ড। দ্রুততম ৩০০ উইকেট এখন তারই।
সেই ১৯৮১ সালের ২৭ নভেম্বর টেস্টে দ্রুততম তিনশ উইকেটের রেকর্ড গড়েছিলেন ডেনিস লিলি। আবারো আরেক ২৭ নভেম্বর রেকর্ডটি ভাঙ্গলেন অশ্বিন। অস্ট্রেলিয়ান লিজেন্ডকে পেছেন ফেললেন তিনি। সোমবার শ্রীলঙ্কার ২য় ইনিংসে ৪ উইকেট নিয়ে পা রাখেন ৩০০ উইকেট ক্লাবে। ৩০০তম উইকেটটি লাহিরু গামাগের। আর পাকিস্তানের ওয়াসিম রাজাকে আউট করে লিলি ৫৬তম টেস্টে নেন ৩০০ উইকেট।
এর আগে দ্রুততম ২৫০ টেস্ট উইকেটেও লিলির রেকর্ড ভাঙেন অশ্বিন। ৪৫ টেস্টে ছুঁয়েছিলেন অশ্বিন, লিলির করেন ৪৮ টেস্টে।
২০১১ সালের নভেম্বরে দেশের মাঠ দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক অশ্বিনের। তারপর থেকেই দাপটে খেলে যাচ্ছেন তিনি।
এদিকে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারটি সোমবার দেখল শ্রীলঙ্কা। নাগপুর টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৩৯ রানে হারাল ভারত। সোমবার টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের পর লঙ্কানরা অলআউট হয় ১৬৬ রানে। ভারতের টেস্ট ইতিহাসের এটি সবচেয়ে বড় জয়। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ২৩৯ রানের জয়কে স্পর্শ করক এবার।
দ্বিতীয় টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০তে। বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হয়েছিল।
Discussion about this post