যতো দিন যাচ্ছে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। এবার আরো একটি অনন্য বিশ্বরেকর্ড যোগ হল তার নামের পাশে। সর্বশেষ ৫ ইনিংসে ৫৩ রান করলেও এবার দারুণ এক হাফসেঞ্চুরি করলেন রবিচন্দ্রন অশ্বিন! শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে দ্বিতীয় দিনে তুলে নিলেন ক্যারিয়ারের এগারতম ফিফটি। এরই পথ ধরে অলরাউন্ডার হিসেবে একটি রেকর্ডও করে ফেললেন এ ভারতীয় ক্রিকেটার। অলরাউন্ডার হিসেবে সবচেয়ে কম টেস্টে গড়লেন বিশ্বরেকর্ড। এর আগে ২ হাজার রান ও ২শ’ উইকেট শিকারের তালিকাতেও নিজের নাম তুলেছিলেন অশ্বিন।
তৃতীয় খেলোয়াড় হিসেবে দ্রুততম সময়ে ২ হাজার রান ও ২শ’ উইকেট শিকার করেন তিনি। ৫১ টেস্টে ২০০০ এর বেশী রান ও আড়াই শ’র বেশী উইকেট পেলেন তিনি। এই রেকর্ডটির মালিক এতোদিন ছিলেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলি।
নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার হ্যাডলি ২ হাজার রানের পাশাপাশি ২৭৫ উইকেট শিকার করতে খেলেন ৫৪ টেস্ট। মাত্র ৪২ টেস্টে ২ হাজার রান ও ২শ’ উইকেট শিকার করে রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। ৫০ ম্যাচে এমন অর্জন করে যৌথভাবে দ্বিতীয় স্থানে ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও পাকিস্তানের গ্রেট ইমরান খান।
অশ্বিনের রেকর্ডের দিনটা ভালো গেছে ভারতের। লঙ্কানদের বিপক্ষে ৯ উইকেটে ৬২২ রান সংগ্রহের পর ১ম ইনিংস ঘোষণা করেছে বিরাট কোহলির দল।
Discussion about this post