ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার ফ্লোর প্রাইস ছিল মাত্র ১ কোটি রুপি। একটির বেশি দল আগ্রহ না দেখানোয় সেখানেই আটকে যান। আইপিএলের নিলামে ১ কোটি রুপি পারিশ্রমিকে মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন দেখে বিস্মিত গৌতম গম্ভীর। সাবেক ভারতীয় ব্যাটসম্যান মনে করছেন অল্প দামে বড় সম্পদ পেয়ে গেলো রাজস্থান রয়্যালস।
বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএলের নিলামে ভিত্তি মূল্যেই মুস্তাফিজকে পায় রাজস্থান। স্টার স্পোর্টসে আলাপচারিতায় গম্ভীর এনিয়ে বলছিলেন, ‘দেখুন, মুস্তাফিজের মতো একজনকে এই দামে পেয়ে যাওয়া সত্যিই অবিশ্বাস্য। ও কোয়ালিটি পেসার, নতুন বল সুইং করাতে পারে। পুরনো বলে ওর কাটার দেখার মতো। ডেথ ওভারেও কার্যকর। রাজস্থানে জফ্রা আর্চার, ক্রিস মরিসকে বেশ সঙ্গ দিতে পারবে মুস্তাফিজ।’
দুইবারের আইপিএল জয়ী অধিনায়ক গম্ভীর মুস্তাফিজকে ভালই ফলো করেন। পুরনো প্রসঙ্গ মনে করিয়ে জানাচ্ছিলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে মুস্তাফিজ প্রায় একাই চ্যাম্পিয়ন করিয়েছিল। ডেভিড ওয়ার্নার ও অন্যদের অবদানও ছিল। কিন্তু মুস্তাফিজের কারণেই মূলত শিরোপা পায় সানরাইজার্স। এবার কম দামে দারুণ একজনকে পেয়ে গেছে রাজস্থান।’
মুস্তাফিজ হায়দরাবাদে খেলেন দুই মৌসুম। মুম্বাই ইন্ডিয়ান্সে এক মৌসুম। ২০১৬ আসলে হায়দরাবাদের হয়ে পান ১৭ উইকেট। জিতে নেন সেরা উঠতি ক্রিকেটারের স্বীকৃতি। আর তার দল হয়ে যায় চ্যাম্পিয়ন।
এদিকে দ্য ফিজের জন্য সুখবর। সাকিবের সঙ্গে ১৪তম আইপিএলে দল পাওয়া মুস্তাফিজুর রহমানও ছুটি চাইলে তাকে আটকানো হবে না বলে জানালেন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান ‘টেস্ট খেলতে চায় না এমন কোনও ক্রিকেটারকে বোর্ড আটকাবে না। সাকিব ছুটি চেয়ে পেয়েছে। মুস্তাফিজ ছুটি চাইলে দেওয়া হবে তাকেও। আমরা কাউকে জোর করবো না। এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে আমাদের। একই নির্দেশনা দিয়েছেন তিনি।’
Discussion about this post