ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরও দুই দিন পর নিলামে উঠবে মুশফিকুর রহিমের ইতিহাস গড়া সেই ব্যাট। কিন্তু তার আগেই এ উইকেট রক্ষক ব্যাটসম্যানের ব্যাটটির দাম উঠেছে ৪০ লাখ টাকা। যে কারণে অনেকেই ধারণা করছেন শেষ পর্যন্ত তার ব্যাট বিক্রি হতে পারে অর্ধ কোটি টাকায়।
করোনা মোকাবিলায় ক্রিকেটাররা যে যেভাবে পারছেন সাহায্য করছেন। এখন পর্যন্ত এ ধারাবাহিকতায় সবচেয়ে এগিয়ে মুশফিকুর রহিম। কেননা এরইমধ্যে তার ইতিহাস গড়া ব্যাটের মূল্য উঠে গেছে ৪০ লাখ টাকা। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। ব্যাটের দাম কত উঠছে সেখানে তা দেখে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এ পর্যন্ত ৫২বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে। নিলামে ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা।
মুশফিকের আগে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে খেলা প্রিয় ব্যাটটি নিলামে তুলে বিক্রি করে পেয়েছেন ২০ লাখ টাকা। এদিকে ২০১৬ সালে সিডনিতে স্থানীয় দোকানে একটি ক্রিকেট ব্যাটে ১৫ জন বাংলাদেশি ক্রিকেটার সই করেছিলেন। সেই ব্যাট হাতবদল হয়ে সোমবার অকশন ফর অ্যাকশনে নিলাম করে বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়। এই টাকা সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা দূর্গতের সাহায্যে ব্যয় করা হবে। এদিকে মরণ ব্যাধি এ ভাইরাস প্রতিরোধে নিলামে উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাট, মাশরাফি বিন মুর্তজার সই করা ক্যাপ, ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সই করা একটি ব্যাটও।
Discussion about this post