ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি ছিলেন নেট বোলার। নেট বল করতে গিয়েই নজরে পড়েন ঢাকা ডায়নামাইটসের কোচিং স্টাফদের। ব্যস, তাদের হাত ধরেই জায় মিলল মূল দলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই বল হাতে নজর কাড়লেন আলিস আল ইসলাম। করলেন এবারের বিপিএলের প্রথম হ্যাটট্রিক। শেষ ওভারে হাত ঘুরিয়ে রংপুর রাইডার্সকে থামিয়ে রেখে ঢাকা ডায়নামাইটসকে টানা জয় এনে দিলেন এ ডানহাতি অফস্পিনার।
শুক্রবার ২ রানের নাটকীয় জয় পেয়েছে ঢাকা। এ নিয়ে চলতি বিপিএলে টানা তিন ম্যাচেই হাসিমুখে মাঠে ছাড়ল সাকিব আল হাসানের দল।
মিরপুরের শেরেবাংলায় ছুটির দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিরণ পোলার্ড ঝড়ে (২৬ বলে ৬২) ৯ উইকেটে ১৮৩ রান করে ঢাকা ডায়নামাইটস। জবাবে জয়ের পথে থাকলেও শেষে এসে পথ হারায় মাশরাফি বিন মর্তুজার দর। বল হাতে হ্যাটট্রিক করে করেন আলিস। ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রানে ঢাকাকে জেতান তিনি। ডানহাতি এ অফস্পিনার ২৬ রানে ৪ উইকেট নিয়ে হলেন ম্যাচ সেরা।
হোম অব ক্রিকেটে ১৮৪ রানের টার্গেটে নেমে ২৫ রানে দুই ওপেনার ক্রিস গেইল ও মেহেদি মারুফকে হারায় রংপুর। শুভাগত হোমের বলে সীমানায় গেইলের অসাধারণ ক্যাচ নেন আন্দ্রে রাসেল। তৃতীয় উইকেটে রাইলি রুশো আর মোহাম্মদ মিথুন ঢাকার জন্য হয়ে দাঁড়ান। রুশো ঝড় তুলে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি করেন। ১২১ রানের বিপজ্জনক এ জুটি ভাঙন আলিস। ৪৪ বলে ৮ চার আর ৪ ছয়ে ৮৩ রানে আউট রুশো।
১৪৬ থেকে ১৬১ রানের মধ্যেই আরও চারটি উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। ১৮তম ওভারের চতুর্থ বলে আলিস বোল্ড করেন মিথুনকে। পরের বলে মাশরাফিকে আউট করেন। ওভারের শেষ বলে ফরহাদ রেজাকে স্লিপে সাকিবের ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক করেন।
এর আগে ঢাকার হয়ে ব্যাট করতে নেমে সাকিব করেন ৩৬ রান। কায়রন পোলার্ড ৬২।
রংপুরের হয়ে ৩৫ রানে ৪ উইকেট নেন শফিউল। ২২ রানে মাশরাফি ১টি ও ২৮ রানে সোহাগ গাজী নেন ২টি উইকেট।
ম্যাচসেরা আলিস ইসলাম। তবে এদিনই তার বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ তুলেছে রংপুর। তার বোলিং অ্যাকশন ক্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ডায়নাইমাটস: ২০ ওভারে ১৮৩/৯ (জাজাই ১, নারাইন ৮, রনি ১৮, সাকিব ৩৬, মিজানুর ১৫, পোলার্ড ৬২, রাসেল ২৩, শুভাগত ৩, সোহান ৪, রুবেল ১*; মাশরাফি ৪-০-২২-১, সোহাগ ৩-০-২৮-২, শফিউল ৪-০-৩৫-৩, অপু ২-০-৩৪-০, রেজা ৩-০-৩২-১, হাওয়েল ৪-০-২৫-২)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮১/৯ (মারুফ ১০, গেইল ৮, রুশো ৮৩, মিঠুন ৪৯, বোপারা ৩, হাওয়েল ১৩, মাশরাফি ০, ফরহাদ ০, সোহাগ ০, শফিউল ১০*, নাজমুল ১*; রাসেল ৩-০-২৬-১, রুবেল ৩-০-২৬-০, শুভাগত ২-০-২৭-১, সাকিব ৪-০-৩৫-১, নারাইন ৪-০-৪০-২, আল ইসলাম ৪-০-২৬-৪)।
ফল : ঢাকা ডায়নামাইটস ২ রানে জয়ী।
ম্যাচসেরা : আলিস আল ইসলাম
Discussion about this post