ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সদ্যই টি-টোয়েন্টির মর্যাদা পেয়েছে নেপালের নারী ক্রিকেট দল। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সোমবার অঞ্জলি চাঁদ গড়লেন অবিশ্বাস্য এক কীর্তি। অভিষেক ম্যাচে নেপালের এ বোলার কোন রান না দিয়েই নিয়েছেন ৬ উইকেট!
এস এ গেমস সোমবার মালদ্বীপের মেয়েদের বিপক্ষে এই রেকর্ড গড়েন অঞ্জলি। পোখারায় আসরের প্রথম ম্যাচে ২৪ বছর বয়সী এই বোলারের বোলিং ফিগার ছিল ২.১-২-০-৬! মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের আগের রেকর্ড ছিল মালয়েশিয়ার ম্যাস এলিসার। গত জানুয়ারিতে চীনের বিপক্ষে এই লেগ স্পিনার ৬ উইকেট নিয়েছিলেন ৩ রানে।
রান না দিয়ে সবচেয়ে বেশি উইকেটের আগের রেকর্ড ছিল তাঞ্জানিয়ার বোলার নাসরা সাইদির। গত জুনে মালির বিপক্ষে তিনি ৫ উইকেট নিয়েছিলেন শূন্য রানে। তবে এবার অঞ্জলি যা করলেন তা চেলে-মেলে কোন ক্রিকেট সংস্করণেই নেই।
মালদ্বীপের মেয়েদের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আনকোড়া এ দলটি সোমবার তাই গুটিয়ে যায় ১০.১ ওভারে ১৬ রানে। রান তাড়ায় নেপাল জিতে যায় ৫ বলেই।
Discussion about this post