ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে আসলেন, দেখলেন এবং জয় করলেন! বয়স আঠার হয়নি। এরইমধ্যে টেস্টের অভিজাত অঙ্গনে পা রাখেন নাঈম হাসান। চট্টগ্রামের লোকাল বয় নিজ মাঠেই গড়লেন অনন্য এক রেকর্ড। ইতিহাসের পাতায় উঠে গেল এই স্পিনারের নাম। টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
চট্টগ্রাম টেস্টে শুক্রবার নাঈম তুলেছেন ৫ উইকেট। ১৭ বছর ৩৫৫ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সাফল্যে ছুঁয়ে ফেললেন সাফল্যের আকাশ। অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেটের আগের রেকর্ডটি প্যাট কামিন্সের। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেন ৭৯ রানে ৬ উইকেট। তখন সেই অস্ট্রেলিয়ান পেসারের বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন।
বল হাতে নিয়েই ছুটির দিনে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের পরীক্ষা নেন নাঈম। রোস্টন চেইসকে ফিরিয়ে শুরু করেন উইকেট শিকার অভিযান। এরপর তুলে নেন সুনিল আমব্রিসের উইকেট। তারপর এক ওভারেই সাজঘরের পথ দেখিয়ে দেন দেবেন্দ্র বিশু আর কেমার রোচকে। জেমস ওয়ারিক্যানের ফিরিয়ে পা রাখেন ৫ উইকেটের মাইলফলকে। ১৪ ওভারে ৬১ রানে ৫ শিকার।
বাংলাদেশের হয়ে এটি সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এনামুল হক জুনিয়র ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪৫ রানে নেন ৬ উইকেট। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩২ দিন।
আর সব মিলিয়ে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের অষ্টম বোলার নাঈম হাসান।
Discussion about this post