রূপকথাকেও হার মানানো এক জয়। ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ৩৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মনে হচ্ছিল বড় হারের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের অবিশ্বাস্য এক জুটিতে অসম্ভবকে সম্ভব করল টাইগাররা। ১৬ বল বাকী থাকতেই দল জিতল ৫ উইকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন প্রশংসায় ভাসছেন রিয়াদ-সাকিব।
কিউইদের বোলিং উড়িয়ে দিয়ে রেকর্ড ২২৪ রানের অবিশ্বাস্য এক জুটি গড়ে দলকে পাইয়ে দেন স্মরণীয় এক জয় । সেঞ্চুরি আসে সাকিব-রিয়াদ দুজনের ব্যাটেই।
কী এমন ম্যাজিক কাজ করল যে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দু’জন খেললেন এমন ইনিংস? এমন সাফল্যের রহস্যটাই বা কি? ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানালেন, ‘আমাদের এই জুটির সবচেয়ে বড় রহস্য হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে খুব বেশি কথা বলিনি। আমরা শুধু ব্যাটিংটাই করতেই চেয়েছি। ইতিবাচক থাকতে চেয়েছি। শুরুতে উইকেটে খুব সুইং ছিল। যখনই সুইং বন্ধ হলো, তখন ব্যাট করা সহজ হয়ে গেলো। আমি মনে করি, এই টুর্নামেন্টে তামিম দারুণ ব্যাটিং করেছে। এ কারণে শুরুতেই তাকে হারিয়ে ফেলা আমাদের জন্য ছিল বিশাল ক্ষতির কারণ। সাকিব আর আমি চেয়েছি শুধু গ্যাপে শট খেলতে অার বাজে বল পেলেই সেগুলোকে বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছি।’
ম্যাচসেরা সাকিব জানালেন, ‘রিয়াদ যেমন বলেছেন, আমরা আসলে ব্যাট করার সময় খুব বেশি কথা বলিনি। আমরা আসলে শুরুতে ভাবিইনি যে, এতো বড় সংগ্রহ রান তাড়া করবো। ৪০ ওভার পর্যন্ত ব্যাট করতে চেয়েছি। এরপর দেখতে চাইলাম আমরা কোথায় আছি। আইসিসির কোনো ইভেন্টে একটা ম্যাচ জেতা মানে অনেক বড় কিছু।’
Discussion about this post