তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে নেমে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। সাভারের বিকেএসপি মাঠে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করেন এই তারকা ক্রিকেটার।
টসের সময়ই বেশ ক্লান্ত দেখাচ্ছিল তামিমকে। এরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে মাঠের পাশে ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাকে ঢাকায় নেওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।
ঢাকা প্রিমিয়ার লিগের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, তামিম বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির নির্ধারিত বোর্ডসভা স্থগিত করা হয়েছে এবং তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী দ্রুত হাসপাতালে পৌঁছেছেন। বিসিবির পরিচালকরাও মিরপুর থেকে সাভারে ছুটে গেছেন।
বিসিবি মেডিকেল বিভাগ জানিয়েছে- তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কেপিজে স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।
তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়।
এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামেন তামিম। টসও করেছিলেন তিনি। কিন্তু ম্যাচের আগেই অসুস্থ হয়ে পড়েন।
মোহামেডান সূত্রে জানা গেছে, তামিমের শারীরিক অবস্থা বিবেচনায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। জরুরি পরিবহনের জন্য বিকেএসপির মাঠে একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছিল।
Discussion about this post