ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দারুণ ফর্মে রয়েছেন তিনি। ব্যাট-বল দুটোই কথা বলছে। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছন্দ থেকেছেন। যদিও বয়স ৩৪। তারপরও দুর্দান্ত দাপট সাকিবের। এ অবস্থায় ভক্তদের মনে প্রশ্ন কতোদিন খেলবেন প্রিয় ক্রিকেটার। নাকি বিদায় দেখতে পারছেন তিনি?
এমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সাকিবকে। তবে এনিয়ে সরাসরি কিছু বলছেন না। দেশের একটি পত্রিকার সঙ্গে সাকিব জানালেন, ফিটনেস ও পারফরম্যান্স যত দিন থাকবে, তত দিন খেলে যাবেন। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘দেখুন, সময় নিয়ে বলা কঠিন। এ বছর পর্যন্ত সব পরিকল্পনা ঠিক আছে। সামনের বছরের শুরুতে হয়তো ঐ বছরের পরিকল্পনা করব। আসলে ৫ বছর, ১০ বছর নিয়ে চিন্তা করি না। তবে যত দিন ফিট আছি এবং পারফরম্যান্স আছে, তত দিন খেলে যাওয়ার ইচ্ছা আছে। সেটা দেখি কত দিন সম্ভব হয়।’
এটা ভক্তদের জন্য স্বস্তির এখনই অবসর ভাবনা নেই সাকিবের। ফিট থাকলে খেলে যাবেন আরও অনেক দিন।
এ বছরই বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে স্বপ্নের ফানুসও উড়াচ্ছেন সাকিব। সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি। এমন না যে ২০২২ সালের টিতে সুযোগ নেই। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি।’
তবে এখন করোনার কারণে বায়ো-বাবলের সঙ্গে লড়তে হচ্ছে। এনিয়ে সাকিব বলেন, ‘এগুলো সব সময় আলোচনার মাধ্যমেই করা যাবে। এ বছর খুব বেশি খেলা আর নেই। নিষেধাজ্ঞার কারণে আমি অনেক খেলা মিস করেছি। চেষ্টা থাকবে এ বছরটা খুব ভালোভাবে শেষ করার। পরে চিন্তা করে, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যেটা ভালো হয়, সেটা করা যাবে।’
Discussion about this post