দশ নম্বর জার্সিটি রীতিমতো ট্রেডমার্ক হয়ে গিয়েছিল। এই জার্সি ভারতীয় দলে শচীন টেন্ডুলকারকেই মানাতো। কিন্তু তিনি বছর চারেক আগেই সরে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তারপরও তার সেই জার্সিটি রয়ে গেছে। এবার আন্তর্জাতিক ম্যাচে ১০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় দলের কোন ক্রিকেটারকে এই জার্সিতে দেখা যাবে না!
এমনিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পুরো ক্যারিয়ারে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন শচীন।
দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে ২০১৩ সালের নভেম্বরে অবসর নেন এই জিনিয়াস। ১০০ সেঞ্চুরির মালিককে ১০ নম্বর জার্সিতে তাকে শেষবার দেখা যায় ২০১২’র মার্চে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে।
এরপর অবশ্য গত পাঁচ বছর সেই জার্সি কোন ভারতীয় ক্রিকেটারকে দেখা যায়নি। এরপর আগষ্টে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন মুম্বাইয়ের ফাস্ট বোলার শার্দূল ঠাকুর। তারপর থেকেই এনিয়ে শুরু হয় সমালোচনা। বলা হয় ১০ নম্বরের জার্সি অঘোষিতভাবে চিরতরে তুলে রাখাই ভাল। এরইমধ্যে ভারতিয় বোর্ড ১০ নম্বর জার্সি তুলে রাখার বিষয়ে দলের প্রথমসারির ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছে। তারাও জার্সি অবসরে রাখার পক্ষে মত দিয়েছেন।
এর আগে শচীনের অবসরের পর আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সও ১০ নম্বর জার্সি তুলে রাখার ঘোষণা দেয়।
Discussion about this post