তার বিদায়টা হয়েছে অনেক আগেই। সতীর্থরা গার্ড অব অনার দিয়েছিলে। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ নিজে কিছু বলেন নি। জিম্বাবুয়ে সফরের পর থেকেই চুপ ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তিনি। জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেট আর খেলবেন না।
অফিসিয়ালি টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন টি টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। চার মাস পর এসে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
টেস্টে সময়টা ভালো যাচ্ছিল না, এই জন্য বাদ পড়েন দল থেকে। ১৬ মাস পর গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পান। সুযোগটা কাজে লাগিয়ে অসাধারণ এক ইনিংসও খেলেন তিনি। ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কিন্তু এমন ইনিংস খেলার পরদিনই অভিমানে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চান রিয়াদ। এরপর বিসিবির মধ্যস্থতায় শেষ পর্যন্ত আর ঘোষণার আনুষ্ঠানিকতায় যাননি তিনি।
তবে চার মাস পর মাহমুদউল্লাহ বিসিবির মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে দিলেন। শেষ সাদা পোশাকে তার ক্যারিয়ার শেষ!
বুধবার এক বিবৃতিতে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটিই সঠিক সময়।’
তবে টি-টুয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রিয়াদ, ‘আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।’
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে! ৫ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ১৬ ফিফটি। ৩৩.৪৯ গড়ে এই ফরম্যাটে ২৯১৪ রান করেছেন!
Discussion about this post