ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফিরে কিছুতেই ব্যাট হাতে ঝলক দেখাতে পারছিলেন না সাকিব আল হাসান। যে কারণে চিন্তিত ছিলেন ভক্ত-সমর্থকরা। তবে তাদের শনিবার এ বাঁহাতি রানে ফেরার সুখর দিয়েছেন। এদিন নিজেদের মধ্যে হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তিনি করেছেন হাফসেঞ্চুরি। ক্যারিবীয়দের বিপক্ষে নামার আগে এটি নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা দেবে সাকিবকে।
বিকেএসপিতে নিজেদের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। মাহমুদউল্লাহর দলের হয়ে আগে ব্যাট করতে নেমে ৫২ রান করেছেন সাকিব। ৮২ বলে তার ইনিংসে ছিল এক ছক্কা ও এক বাউন্ডারি। এ ছাড়া হাফসেঞ্চুরি করেছেন নাঈম শেখ (৫০)।
প্রথম ম্যাচে আগে ব্যাট করেছিল তামিম একাদশ। তাই এ ম্যাচে আর টস করা হয়নি, ব্যাটিংয়ে নেমে গেছে মাহমুদউল্লাহ একাদশ। যেখানে নিজেদের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান করতে সক্ষম হয়েছে দলটি।
দীর্ঘদিন পর রানের দেখা পাওয়া সাকিব খেলেছেন ৮২ বলে ৫২ রানের চমৎকার ইনিংস। বল হাতে তামিম একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদের শিকার ১টি করে উইকেট।
Discussion about this post