ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এমন দাবি ছিল অনেক দিন ধরেই। এনিয়ে কথাও হয়েছে ঢের। কারণ পাতানো ম্যাচ আর বাজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক বারবারই তুঙ্গে ছিল। তখন তো খেলা সরাসরি সম্প্রচারের দাবি থাকবেই। কিন্তু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) টেলিভিশনে সম্প্রচার হয়নি। অবশেষে সেই দাবি পূরণ হচ্ছে। দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দেখাবে প্রতিযোগিতাটির সুপার লিগ পর্ব।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগ টি স্পোর্টস ও গাজী টিভি সুপার লিগের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এক বিবৃিতিতে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগের সবগুলো ম্যাচ টেলিভিশনে সম্প্রচার করা হবে।’
সম্প্রচারের কারণে সুপার লিগের ১৫টি খেলাই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ। সকাল ৯টা, দুপুর দেড়টা আর সন্ধ্যা ৬টায় খেলা শুরু। শেষ ম্যাচটি হবে পুরো ফ্লাডলাইটের আলোয়।
ডিপিএলে ১৬ জুন শুরু হচ্ছে দশম রাউন্ড। ১৭ জুন হবে শেষ রাউন্ড। ১৯, ২০, ২২, ২৩ আর ২৫ জুন প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলায়। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানান, ১৯, ২০ ও ২২ জুন নিচের তিন দলের রেলিগেশন লিগ হবে বিকেএসপিতে। বুধ ও বৃহস্পতিবার মিরপুরে হবে তিনটি করে ম্যাচ। বিকেএসপির চার নম্বর মাঠে হবে দুটি ম্যাচ, তিন নম্বর মাঠে একটি।
টিভিতে না থাকলেও এবার শুরু থেকেই লিগের খেলাগুলো লাইভ স্ট্রিমিং করছে বিসিবি। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ও পিচভিশনে দেখানো হচ্ছে খেলা।
Discussion about this post