বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার কিছুতেই প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারছিল না রাজশাহী কিংস। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঠিকই ঘুরে দাঁড়াল ড্যারেন স্যামির দল। চট্টগ্রামে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩০ রানে জিতেছে। এরই পথ ধরে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে এসেছে দলটি। আট ম্যাচে গতবারের রানার্সআপদের অর্জন ৬ পয়েন্ট।
এবার হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা পাঁচ জয় পায় কুমিল্লা। ৭ ম্যাচের দুটিতে হারা দলটি ১০ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। এদিন রাজশাহী ১৮৫ রান করতে নেমে ৫ বল বাকি থাকতে ১৫৫ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা।
টস জিতে ব্যাট করতে নেমে রাজশাহী দারুণ পুঁজি এনে দেন স্যামি। মাত্র ১৪ বলে ৪৭ রানই আসে স্যামির ব্যাট থেকে। ইনিংসে ছিল ৬ ছক্কা। মোহাম্মদ সাইফুদ্দিনের অন্যরকম অভিজ্ঞতা হল এদিন। এক ওভারে থেকে আসে ৩২ রান। বিপিএলের ইতিহাসে এটাই কোনো ওভারে সর্বোচ্চ রান। এর আগে ২০১৩ সালে নাজমুল মিলনের ওভার থেকে চার ছক্কায় ২৯ রান নেন ক্রিস গেইল।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৮৫/৭ (স্মিথ ১৯, মুমিনুল ২৩, রাইট ৪২, জাকির ২০, মুশফিক ৮, ফ্র্যাঙ্কলিন ১৪, স্যামি ৪৭*, মিরাজ ০, সামি ৫*; আল আমিন ১/৩২, মেহেদি ০/১৮, সাইফ ৩/৫০, রশিদ ০/২৬, কাপালী ০/১৩, মালিক ০/৪)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯.১ ওভারে ১৫৫/১০ (তামিম ৬৩, ফখর ২, ইমরুল ০, মালিক ৪৫, বাটলার ১৫, কাপালী ৯, সাইফ ০, হাসান ১৬, রশিদ ৬, মেহেদি ৫, আল আমিন ১; সামি ৪/৯, মিরাজ ১/২৬, হোসেন ০/৩০, মুস্তাফিজ ২/৩২, ফ্র্যাঙ্কলিন ১/৩১, স্মিথ ২/২৭)
ফল: রাজশাহী কিংস ৩০ রানে জয়ী।
Discussion about this post