দিনকয়েক আগেই জামিন পেয়েছেন স্ত্রী জেসমিন জাহান নিত্য। এবার শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় হাইকোর্ট থেকে জামিন মিলল বাংলাদেশের তারকা ক্রিকেটার শাহাদাত হোসেনের।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের বেঞ্চ ৩১ মার্চ পর্যন্ত জামিন দেয় দিয়েছে তাকে।
গত ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ শাহাদাতের জামিন আবেদন নাকচ করেছিল। মঙ্গলবার হাসি ফুটবল এই ক্রিকেটারের মুখে।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টা পর উদ্ধার সেই শিশু গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করল, রাজীব ও তার স্ত্রী তার ওপর নির্যাতন চালাতেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে থেকে উদ্ধার করে। শিশুটি জানায়, ‘সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতো। প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করতো।
তারপর পালিয়ে ছিলেন শাহাদাত। পরে ৪ অক্টোবর নিত্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন শাহাদাত।
Discussion about this post