২১ মাস পর জাতীয় দলে ফিরেই নতুন অভিজ্ঞতায় পড়েছেন ওপেনার নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরের প্রথম টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ মিলেছে অনেকটাই হঠাৎ করেই। উইকেটরক্ষক জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতায় চার নম্বরে নামতে হয় তাঁকে, যদিও পরিকল্পনায় ছিলেন পাঁচ নম্বরে। শেষ মুহূর্তে বদলে যাওয়া সেই সিদ্ধান্তে মানসিক প্রস্তুতি ঠিক মতো নিতে না পারার কথাই জানালেন তিনি।
আজ মিরপুরে ব্যক্তিগত ব্যাটিং অনুশীলনের পর নাঈম বলেন, ‘জাকেরের ইনজুরির কারণেই সুযোগটা আসে। আগে থেকে জানতাম না খেলব, জানলে হয়তো প্রস্তুতিও নিতে পারতাম মানসিকভাবে। আমি সব সময় ওপেনিংয়ের প্রস্তুতিই নিয়ে থাকি। হুট করে চার নম্বরে খেলাটা তাই চ্যালেঞ্জ ছিল। এই জায়গায় খেলার অভ্যাস না থাকলে ম্যাচে প্রভাব পড়ে। তবে এটা নতুন একটা অভিজ্ঞতা, ভবিষ্যতে এমন কিছু হলে মাথায় থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে যত ম্যাচ খেলেছেন, সবই ওপেনার হিসেবে। যদিও ঘরোয়া ক্রিকেটে মাঝেমধ্যে মিডল অর্ডারেও ব্যাট করেছেন, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সেই অভিজ্ঞতা কার্যকরভাবে কাজে লাগানো কঠিন বলে জানালেন তিনি, ‘মাঝের ওভারে খেলার অভিজ্ঞতা কিছু আছে, কিন্তু ওপেনার মানসিকতা নিয়ে অনুশীলন করি সব সময়। মিডল অর্ডারে যে পরিস্থিতি তৈরি হয়, তা হুট করে বোঝা কঠিন। মাঠে নামার পর ভিন্ন রকম চাপ থাকে। তবে এটা একদিক থেকে ভালোও, সব ধরনের প্রস্তুতির প্রয়োজনীয়তা অনুভব করছি এখন।’
শ্রীলঙ্কার মাটিতে জয় পাওয়া দলের আত্মবিশ্বাস নিয়ে আসন্ন পাকিস্তান সিরিজের দিকে তাকিয়ে আছেন নাঈম, ‘জয়ের ছন্দে ফিরেছি, সেটি ধরে রাখার চেষ্টা করব। মিরপুর আমাদের চেনা ভেন্যু, যদিও উইকেট এখনও দেখিনি। দল ভালো অবস্থায় আছে। ব্যক্তিগত ও দলগতভাবে সবাই ফোকাসড। অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না, সামনে ভালো কিছু করতে চাই।’
পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে মিরপুরে-২১, ২২ এবং ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
Discussion about this post