ঠিক ফেভারিটের মতোই লড়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দারুণ ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। অপ্রতিরোধ্য হয়ে উঠা লিজেন্ডসদের সামনে শুক্রবার ব্রাদার্স ইউনিয়ন। এ দলটিকে হারিয়ে এবার পয়েন্ট টেবিলে আরও উন্নতি করতে চাইছে ছন্দে থাকা সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা।
পয়েন্ট তালিকায় এখন তৃতীয়স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন নবম স্থানে আছে। সব মিলিয়ে এই ম্যাচে এগিয়ে লিজেন্ডসরা। তবে নিজেদের ফেভারিট ভেবে নয়, মাঠে লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নামার কথা জানিয়ে রেখেছেন দলটির অধিনায়ক নাঈম ইসলাম। তাদের একমাত্র লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাওয়া।
এবার প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিংয়-ফিল্ডিংয়ে অন্য দলগুলোর চেয়ে বেশ এগিয়ে রূপগঞ্জ। নাঈম ইসলাম, মোহাম্মদ নাইম , আব্দুল মজিদরা ব্যাটে রান ফোয়ারা ছুটাচ্ছেন। গত ম্যাচে শতরান পেয়েছেন সালাউদ্দিন পাপ্পু। তারা দলটির জয়ে রেখেছেন অবদান। বল হাতে ছন্দ ধরে রেখেছেন দুই পেসার মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ শরীফ।
চলতি লিগে এ পর্যন্ত ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে রূপগঞ্জ। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে ৬ জয় ও ১ টাই-এ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
Discussion about this post