বাংলাদেশের বিপক্ষে আরো একবার ব্যাট হাতে যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন দিনেশ রামদিন। সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান খেললেন ১৬৯ রানের দারুণ এক ইনিংস। আর তাতেই তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ব্রায়ান লারাকে। ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি এখন যৌথভাবে লারা-রামদিনের।
এর আগে ১৯৯৫ সালে শারজায় ১৬৯ রান করেন লারা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন রামদিন।
ক্যারিবিয়দের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি ভিভ রিচার্ডসের। ১৯৮৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ রান করেন তিনি। যা এখনো ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় সেরাটিও ভিভের। ১৯৮৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেন ১৮১ রান।
এদিকে সোমবার বাংলাদেশের বিপক্ষে ২৫৮ রানের জুটি গড়েন রামদিন ও ড্যারেন ব্র্যাভো। ওয়ানডে ক্রিকেটে এটি তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তারা ভেঙ্গে দেন তৃতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। গত বছর জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ২৩৮ রান করেন তারা। এটিই ছিল রেকর্ড। এবার নতুন রেকর্ডের জন্ম দিলেন ব্র্যাভো-রামদিন।
আর উইন্ডিজের যে কোন উইকেট জুটিতে সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত ১২৪ রান করেন ড্যারেন ব্র্যাভো। খেলেন ১২৭ বল। রামদিন করেন ১৬৯ রান। খেলেন ১২১ বল।
Discussion about this post