অনেক অর্জনের এক জয় শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন ইংল্যান্ডে। সবমিলিয়ে আয়ারল্যান্ড পর্বটা মন্দ হল না মাশরাফি-মুশফিকদের। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে যে ‘অধরা’ জয়ের অপেক্ষায় কেটেছে দীর্ঘ সময়, তার অবসান হয়েছে।
দেশের বাইরে প্রথমবারের মতো বুধবার কিউইদের হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠেছে টাইগাররা। পাশাপাশি ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও প্রায় নিশ্চিত।
দেশের বাইরে ১৬ বার কিউইদের সঙ্গে লড়েছে বাংলাদেশ। কিন্তু জয় সোনার হরিণ হয়েই থেকেছ। নিউজিল্যান্ডকে বিদেশের মাটিতে প্রথমবারেরমত হারিয়ে একটা বৃত্তও পূরণ হল। বিদেশের মাটিতে সবগুলো টেস্ট খেলুড়ে দেশকে হারনোর অভিজ্ঞতা হল টাইগারদের।
ডাবলিনের ক্লনটার্ফে কিউইদের ৫ উইকেটে হারানোটা ঐতিহাসিক জয় হিসেবেই ধরা হচ্ছে। ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ রান করতেই পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন হাজারি ক্লাবে নাম লেখান মাহমুদুদউল্লাহ রিয়াদ। ১৪১টি ওয়ানডে খেলা ৩১ বছর বয়সী ক্রিকেটারের রান এখন ৩০১৮।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১৬৯ ওয়ানডে ম্যাচ খেলে করেন ৫৪৫০ রান। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান ১৭৩ ম্যাচে করেছেন ৪৮১৫ রান। মুশফিকুর রহীম ১৭২টি ওয়ানডেতে করেছেন ৪২৩৫ রান।
সব মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিটা বেশ ভাল হল বাংলাদেশের। ১ জুন আসল লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
Discussion about this post