ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের কারণে এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে নভেম্বরে।
এরইমধ্যে করোনাভাইরাসের কারণে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১ সালে নিউজিল্যান্ডে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে গেছে। কিন্তু এখনও অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, উপমহাদেশের দেশগুলোর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতির কোনো ধরনের উন্নতি না ঘটায় বিভিন্ন দেশের অংশগ্রহণে একটি বিশ্বকাপ আয়োজন করা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব ব্যাপার।
শঙ্কা থাকলেও এ বছরের শেষদিকে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ আয়োজন করতে পারে বাংলাদেশ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নভেম্বরে আইসিসি বোর্ড মিটিং থেকে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোকে বলেছেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির বিষয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ রেখেছে আইসিসি। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নিং বডিই নেবে।’
এরআগে এ বছরের শুরুর দিকে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছিল আইসিসি।
Discussion about this post